০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিমা খাতের শৃঙ্খলা ফেরাতে অর্থমন্ত্রীকে বিনিয়োগকারীদের চিঠি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ৪১২৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশারফ হোসেনসহ বিমা খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠিতে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।

একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দাকে (এনএসআই) অবহিত করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইন্স্যুরেন্স সেক্টরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, নতুন কশিমন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য কাজ করছে। বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি ফিরে পাওয়ার আশায় আবার বিনিয়োগে ফিরেছেন। কিন্তু, কিছু দুর্নীতিবাজের কারণে পুঁজিবাজার স্থিতিশীল হতে পারছে না। সবচেয়ে বেশি কারসাজি, দুর্নীতি ও লুটপাট হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সম্প্রতি লক্ষ করা গেছে— আইডিআরএর চেয়ারম্যান ড. মোশারফ হোসেন নিজেই ইন্স্যুরেন্স সেক্টরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে তিনি ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন, যেটা গণমাধ্যমে প্রচার হয়েছিল। তার সহায়তায় ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার দাম বাড়িয়ে কারসাজি চক্র পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছে। এতে বাজারে তারল্য সংকট তৈরি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ইন্স্যুরেন্স সেক্টরে একটি শেয়ারের দাম এক দিনে ৪৫০ শতাংশ বাড়ানোর মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। তিনি তখন আইডিআরএর চেয়ারম্যান হিসেবে ছিলেন। তিনি ইন্স্যুরেন্স সেক্টরে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তাই ড. মোশারফ হোসেনসহ যারা ইন্স্যুরেন্স সেক্টরে দুর্নীতি ও কারসাজির সঙ্গে জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।

ঢাকা/এসআর

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

বিমা খাতের শৃঙ্খলা ফেরাতে অর্থমন্ত্রীকে বিনিয়োগকারীদের চিঠি

আপডেট: ০৪:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশারফ হোসেনসহ বিমা খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠিতে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।

একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দাকে (এনএসআই) অবহিত করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইন্স্যুরেন্স সেক্টরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়, নতুন কশিমন দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য কাজ করছে। বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি ফিরে পাওয়ার আশায় আবার বিনিয়োগে ফিরেছেন। কিন্তু, কিছু দুর্নীতিবাজের কারণে পুঁজিবাজার স্থিতিশীল হতে পারছে না। সবচেয়ে বেশি কারসাজি, দুর্নীতি ও লুটপাট হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সম্প্রতি লক্ষ করা গেছে— আইডিআরএর চেয়ারম্যান ড. মোশারফ হোসেন নিজেই ইন্স্যুরেন্স সেক্টরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থেকে তিনি ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন, যেটা গণমাধ্যমে প্রচার হয়েছিল। তার সহায়তায় ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার দাম বাড়িয়ে কারসাজি চক্র পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছে। এতে বাজারে তারল্য সংকট তৈরি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ইন্স্যুরেন্স সেক্টরে একটি শেয়ারের দাম এক দিনে ৪৫০ শতাংশ বাড়ানোর মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। তিনি তখন আইডিআরএর চেয়ারম্যান হিসেবে ছিলেন। তিনি ইন্স্যুরেন্স সেক্টরে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তাই ড. মোশারফ হোসেনসহ যারা ইন্স্যুরেন্স সেক্টরে দুর্নীতি ও কারসাজির সঙ্গে জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।

ঢাকা/এসআর