০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডি গ্রেফতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৪২৮৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন ও নবগঙ্গা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর কুমার সাহাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে দুদকের একটি দল তাদের দুই জনকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আজই আদালতে হস্তান্তর করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

গত ১৬ এপ্রিল এ দুই জনসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ। তাদের বিরুদ্ধে ৪১ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলার তৃতীয় আসামি শম্পা রানী সাহা।

আরও পড়ুন: এমারেল্ড অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

এজাহারে বলা হয়, অসৎ উদ্দেশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে একে তারা অপরের সহায়তায় প্রতারণার আশ্রয় নেন। তারা উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ঋণ নিয়ে কোনও প্রকার রেকর্ডপত্র জমা দেননি। বোর্ডেও উপস্থাপন করেননি। বোর্ডের অনুমোদন ছাড়াই ৪১ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা নবগঙ্গা ট্রেডিং লিমিটেডের হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপনপূর্বক পাচার করে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

English Version

উত্তরা ফাইন্যান্সের সাবেক এমডি গ্রেফতার

আপডেট: ০৮:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফীন ও নবগঙ্গা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর কুমার সাহাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বৃহস্পতিবার (১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে দুদকের একটি দল তাদের দুই জনকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আজই আদালতে হস্তান্তর করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

গত ১৬ এপ্রিল এ দুই জনসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ। তাদের বিরুদ্ধে ৪১ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলার তৃতীয় আসামি শম্পা রানী সাহা।

আরও পড়ুন: এমারেল্ড অয়েলের ডিভিডেন্ড ঘোষণা

এজাহারে বলা হয়, অসৎ উদ্দেশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করে একে তারা অপরের সহায়তায় প্রতারণার আশ্রয় নেন। তারা উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ঋণ নিয়ে কোনও প্রকার রেকর্ডপত্র জমা দেননি। বোর্ডেও উপস্থাপন করেননি। বোর্ডের অনুমোদন ছাড়াই ৪১ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা নবগঙ্গা ট্রেডিং লিমিটেডের হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপনপূর্বক পাচার করে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ঢাকা/এসএ