০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

কারবালায় মাজারে ভূমিধসে ৪ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। এখনো আটকা রয়েছেন বেশ কয়েকজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রোববার (২১ আগস্ট) কারবালা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে কাতারাত আল-ইমাম আলীর মাজারে এ ভূমিধস ঘটে। মাজারটি মরুভূমির মধ্যে অবস্থিত। এ সময় ছাদ ভেঙে মাজারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভূমিধসের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে দেশটির দমকল বাহিনী। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। তারা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

ইরাকের দমকল বাহিনী জানিয়েছে, আর্দ্রতার কারণে ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

কারবালায় মাজারে ভূমিধসে ৪ জনের মৃত্যু

আপডেট: ১২:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। এখনো আটকা রয়েছেন বেশ কয়েকজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রোববার (২১ আগস্ট) কারবালা শহর থেকে ২৮ কিলোমিটার দূরে কাতারাত আল-ইমাম আলীর মাজারে এ ভূমিধস ঘটে। মাজারটি মরুভূমির মধ্যে অবস্থিত। এ সময় ছাদ ভেঙে মাজারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভূমিধসের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে দেশটির দমকল বাহিনী। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। তারা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

ইরাকের দমকল বাহিনী জানিয়েছে, আর্দ্রতার কারণে ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এসএম