০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩২৬ বার দেখা হয়েছে

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী:

১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।

১৯৬৪ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।

১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ – কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অব ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।

১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।

১৯৭৬ – জাতিসংঘে যোগ দেয় সেশেল।

১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।

১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।

১৯৮৪ – ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।

১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।

২০১৩ – আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।

১৯৭০ – সোভিয়েত কেট লুনা-১৭- এর চন্দ্রে অবতরণ।

২০২২ – কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

আরও পড়ুন: ইসলামে ঋণখেলাপির ভয়াবহ শাস্তি

জন্ম:

১৮৪২ – দ্বিতীয় আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।

১৮৬৬ – এইচ জি ওয়েল্‌স, ইংরেজ ঔপন্যাসিক।

১৮৭৫ – কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি।

১৮৯১ – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক।

১৮৯৮ – তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।

১৯০১ – লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯০৯ – ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার।

১৯১৯ – ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।

১৯২৬ – পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।

১৯৪৭ – স্টিফেন কিং, মার্কিন লেখক।

১৯৫৪ – শিনযো আবে, জাপানী সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৭ – অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।

মৃত্যু:

খ্রিস্টপূর্ব ১৯ – পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।

১৮৩২ – ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৬০ – জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।

১৯৩৩ – ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্ট।

১৯৪৪ – গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আপডেট: ১০:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী:

১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে।

১৯৬৪ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।

১৯৬৫ – গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ – ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।

১৯৭১ – কলকাতায় অ্যাসোসিয়েশন ফর ইমপ্রুভমেন্ট অব ম্যাথমেটিক্স টিচিং প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।

১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু।

১৯৭৬ – জাতিসংঘে যোগ দেয় সেশেল।

১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো।

১৯৮১ – যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ।

১৯৮৪ – ব্রুনাই জাতিসংঘে যোগদান করে।

১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া।

২০১৩ – আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।

১৯৭০ – সোভিয়েত কেট লুনা-১৭- এর চন্দ্রে অবতরণ।

২০২২ – কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

আরও পড়ুন: ইসলামে ঋণখেলাপির ভয়াবহ শাস্তি

জন্ম:

১৮৪২ – দ্বিতীয় আব্দুল হামিদ, উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।

১৮৬৬ – এইচ জি ওয়েল্‌স, ইংরেজ ঔপন্যাসিক।

১৮৭৫ – কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি।

১৮৯১ – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক।

১৮৯৮ – তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।

১৯০১ – লিয়ারি কনস্ট্যান্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯০৯ – ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার।

১৯১৯ – ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।

১৯২৬ – পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান।

১৯৪৭ – স্টিফেন কিং, মার্কিন লেখক।

১৯৫৪ – শিনযো আবে, জাপানী সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৭ – অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।

মৃত্যু:

খ্রিস্টপূর্ব ১৯ – পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, প্রাচীন রোমান কবি।

১৮৩২ – ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৬০ – জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার।

১৯৩৩ – ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্ট।

১৯৪৪ – গোপাল সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

ঢাকা/এসএইচ