তিন কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!

- আপডেট: ১২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ৪১২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) লেনদেনের শুরুতেই পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির বিক্রেতা উধাও হয়ে গিয়েছে। এর কারণে কোম্পানিগুলোর সর্বোচ্চ শেয়ারদর হাকিয়ে সার্কিট ব্রেকারে মূল্য স্পর্শ করছে। এতে করে যেন সোনার হরিণ হয়ে যায় তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটইল, আরএসআরএম স্টিল ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত রিজেন্ট টেক্সটাইলের স্ক্রিনে ৭ লাখ ৯২ হাজার শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে আরএসআরএম স্টিলের স্ক্রিনে ৮ লাখ ২ হাজার ৬০৬ টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে ওরিয়ন ইনফিউশনের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিত্রেক নেই।
ঢাকা/টিএ