দুই খাতে ভর করে বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৮২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৩ সেপ্টেম্বর) দুই খাতে উপর ভর করে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমান সাড়ে ১৩৯ কোটি টাকার বেশি বেড়েছে। মূলৎ এদিন সাধারন বীমা খাত এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ভর করেই ডিএসইর লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৯ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সূত্র মতে, বুধবার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান সাধারন বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ৩৫.৬৫ শতাংশ বা ২২৩ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
সাধারন বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সাধারন বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৩৯টি কোম্পানির মধ্যে ৩৫টির দর বেড়েছে, ৪টির দর কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল।
দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। ডিএসইর মোট লেনদেনের ১৫.৮৬ শতাংশ বা ৯৯ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
খাদ্য ও আনুষাঙ্গিক খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৫০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ৮টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত ছিল।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে ফু- ওয়াং ফুড
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।
বুধবার ডিএসইর দর বাড়ার শীর্ষে ছিলো অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৫ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৭৪ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৭.৬৭ শতাংশ বেড়েছে।
অপর বাজার সিএসই’র প্রধান সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবস থেকে ৩ কোটি ২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টির দাম।
ঢাকা/টিএ