নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুনে আহত ১০
- আপডেট: ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় এই ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা- মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চালক বাসটিকে দাঁড় করানোর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।
আরও পড়ুন: ‘চীন-বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে’
এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় পার্শ্ববর্তী এসএফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশির ভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢাকা/এসএম