০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ১০৯৮৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

চলমান পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার তদারকি ও কারসাজি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়ের সহযোগিতার আবেদন করেছে কমিশন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত দেড় মাসে লেনদেন কমা এবং সূচকের পতন হ্রাসে বিনিয়োগকারীদের বিক্ষোভ প্রসঙ্গে গত ৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়কে অবগত করতে চিঠি দেয় বিএসইসি।

পুঁজিবাজারে কারসাজি রুখতে জড়িত ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে, ২৪ কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে বিএসইসি প্যানেল থেকে ও নিয়ম না মানায় বিভিন্ন ব্যাংকের বন্ড ইস্যু প্রত্যাখ্যান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে বিএসইসি।

আরও পড়ুন: মেঘনা-সিটি-পিএইচপি গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ

এছাড়া বর্তমান অস্থিরতায় একটি গোষ্ঠী নিজেদের ফায়দা লুটে পুঁজিবাজারকে আরও অস্থির করার পাঁয়তারা করছে বলে অভিযোগ তোলে কমিশন। সব মিলিয়ে পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সামগ্রিক সহযোগিতার আবেদন করে বিএসইসি।

এদিকে গত ৭ অক্টোবর পুঁজিবাজারের টেকসই উন্নয়ন সংস্কারের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বিএসইসি

আপডেট: ০৬:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

চলমান পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার তদারকি ও কারসাজি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়ের সহযোগিতার আবেদন করেছে কমিশন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত দেড় মাসে লেনদেন কমা এবং সূচকের পতন হ্রাসে বিনিয়োগকারীদের বিক্ষোভ প্রসঙ্গে গত ৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়কে অবগত করতে চিঠি দেয় বিএসইসি।

পুঁজিবাজারে কারসাজি রুখতে জড়িত ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে, ২৪ কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে বিএসইসি প্যানেল থেকে ও নিয়ম না মানায় বিভিন্ন ব্যাংকের বন্ড ইস্যু প্রত্যাখ্যান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে বিএসইসি।

আরও পড়ুন: মেঘনা-সিটি-পিএইচপি গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ

এছাড়া বর্তমান অস্থিরতায় একটি গোষ্ঠী নিজেদের ফায়দা লুটে পুঁজিবাজারকে আরও অস্থির করার পাঁয়তারা করছে বলে অভিযোগ তোলে কমিশন। সব মিলিয়ে পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সামগ্রিক সহযোগিতার আবেদন করে বিএসইসি।

এদিকে গত ৭ অক্টোবর পুঁজিবাজারের টেকসই উন্নয়ন সংস্কারের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি।

ঢাকা/এসএইচ