১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল আগামী সপ্তাহে হতে পারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। এ পরীক্ষার ব্যবস্থাপনায় থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভায় বুয়েট জানায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সাথে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আজ ফলাফলের সার্বিক তথ্য জানতে বুয়েটের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল আগামী সপ্তাহে হতে পারে

আপডেট: ০৬:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। এ পরীক্ষার ব্যবস্থাপনায় থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভায় বুয়েট জানায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সাথে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আজ ফলাফলের সার্বিক তথ্য জানতে বুয়েটের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা/কেএ