বাজেটে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটাতে হবে: মাহবুব এইচ মজুমদার
- আপডেট: ১০:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১০৫৭৪ বার দেখা হয়েছে
মাহবুব এইচ মজুমদার দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি তিনি ইউনাইটেড কর্পোরেট অ্যাডভাইজরি কাউন্সিল লিমিটেড, মিরাব ইম্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কর্পোরেট কাউন্সিলিং লিমিটেড ও অনলাইন সপ রাইট চয়েজ বিডি লিমিটেডের চেয়ারম্যান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর মাহবুব এইচ মজুমদার পরবর্তীতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে অর্জন করেছেন এসিএমএ ডিগ্রী। ১৯৯৯-২০০৩ সাল পর্যন্ত গ্রামীন সুয়েটার এবং গ্রামীন আইটি প্যাকের প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেডে কন্ট্রোলিং ম্যানেজার হিসাবে কাজ করেন। তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে শিক্ষকতা করেছেন।
মাহবুব এইচ মজুমদার বিজনেসজার্নাল২৪.কমের সঙ্গে বাজেট ও পুঁজিবাজারের নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিজনেস জার্নালের বিশেষ প্রতিবেদক হাসান কবির জনি। ক্যামেরায় ছিলেন নঈম উদ্দীন।
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপকালে মাহবুব এইচ মজুমদার বলেন, বিনিয়োগের ক্ষেত্রে আমাদের পুঁজিবাজার নিরাপদ অবস্থানে রয়েছে। যেখানে আশপাশের দেশগুলোতে পুঁজিবাজারে পিই অনেক ওপরে, সেখানে আমাদের বাজারের সার্বিক পিই মাত্র ১৮।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজেটে মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে কি কি প্রস্তাবনা দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পুঁজিবাজারে দ্বৈত করনীতির প্রত্যাহারের পাশাপাশি তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের পার্থক্য কমিয়ে আানার প্রস্তাব করেছি। এছাড়াও মাত্র ৫ শতাংশ হারে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনেয়োগের দাবি জানিয়েছি।
সরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তির বিষয়ে মাহবুব এইচ মুজমদার বলেন, গত ১৫ বছর ধরে এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করে আসছি। সরকারের উচ্চ মহল থেকেও এ বিষয়ে জোর নির্দেশনা ছিল। তবুও এসব কোম্পানি বাজারে আসেনি। তবে তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সরকার ও বিএসইসির বর্তমান কমিশনের সমন্বয়ে কোম্পানিগুলোর তালিকাভুক্তর প্রক্রিয়া শুরু হবে।
ভালো ডিভিডেন্ড দেয়া সত্বেও ব্যাংকের শেয়ার তলানীতে পরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকিং খাতের শেয়ার সংখ্যা অনেক। এখনো বিনিয়োগকারীরা ব্যাংকিং খাতে শেয়ারে ঝুঁকছেন। তবে শেয়ার বেশি থাকায় এর প্রভাব বুঝা যাচ্ছে না। তবে অচিরেই এর সুফল ভোগ করবেন বিনিয়োগকারীরা।
এ সময় তিনি বীমা খাতে অস্বাভাবিক দর বাড়ার কারণ, বড় মূলধনী ও মাল্টিন্যাশনাল কোম্পানির তালিকাভুক্তি ও তালিকাভুক্তির ক্ষেত্রে ইস্যু ম্যানেজারসহ সকল স্টেকহোল্ডারদের ভূমিকা ও সামনে আইপিওতে অনিয়মরোধে করনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। যা বিজনেসজার্নাল২৪.কমে বিস্তারিত প্রকাশ করা হবে। আজকের এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি বিস্তারিত পড়তে আমাদের সঙ্গেই থাকুন।
এছাড়া পুরো সাক্ষাৎকারটির আলোচ্য বিষয় জানতে পুরো ভিডিওটি দেখুন।
বিজনেসজার্নাল২৪.কম ধারাবাহিকভাবে পুঁজিবাজার ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাক্ষাৎকার ও বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ ভিজ্যুয়ালি প্রকাশ করবে। ধন্যবাদ সবাইকে।