বুধবার যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক
- আপডেট: ১২:২৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বুধবার (১৭ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওইদিন উপজেলার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। ইতোমধ্যে মুজিবনগরের সব তফসিলি ব্যাংকে তা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা ১৭ এপ্রিল (বুধবার) বন্ধ থাকবে। সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: অপার বাণিজ্য সম্ভাবনা দেখছে বাংলাদেশ-ব্রাজিল
তবে দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাংকের সব শাখা যথারীতি চালু থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।
ঢাকা/এসএইচ