১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় অর্থনীতিতে অস্থিরতা: ডিসিসিআই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ১০২৪৩ বার দেখা হয়েছে

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের স্থানীয় অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর টোকিও কনভেনশন সেন্টারে ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসায়িক হয়রানি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, আয়কর ও ভ্যাট প্রদান প্রক্রিয়ার জটিলতা এবং যানজটের কারণে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে। এর ফলে সার্বিক বিনিয়োগ পরিস্থিতিও প্রত্যাশামতো নয়।

ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কর ও ভ্যাট ব্যবস্থাকে সহজীকরণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি উল্লেখ করে তাসকীন আহমেদ উৎসে করের হার যৌক্তিকভাবে কমানো, মূসক হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ এবং অনানুষ্ঠানিক খাতের জন্য ১ শতাংশ মূসক হার প্রস্তাব করেন।

সভায় ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং কর ও ভ্যাট জটিলতার কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে বিনিয়োগ পরিবেশে স্থবিরতা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমানে এসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে এবং নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ বলেন, মোহাম্মদপুর এলাকায় ভ্যাট আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি ভ্যাট প্রক্রিয়া আরও সহজ করতে মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর কবির জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্লক রেইডের মাধ্যমে সাফল্য অর্জিত হয়েছে।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমিত জনবল দিয়েও তেজগাঁও অঞ্চলে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ইইউতে পোশাক রপ্তানিতে বেড়েছে ৩৭ শতাংশ

মুক্ত আলোচনায় ব্যবসায়ী নেতৃবৃন্দ কর ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণ, চাঁদাবাজি রোধ, ঋণের সুদহার কমানো এবং ব্যবসায়িক হয়রানি হ্রাসের ওপর জোর দেন। সভা শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআই-এর নতুন সদস্যপদ প্রদান করা হয় এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নতুন সদস্যদের হাতে সদস্যপদ সনদ তুলে দেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় অর্থনীতিতে অস্থিরতা: ডিসিসিআই

আপডেট: ০৬:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের স্থানীয় অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর টোকিও কনভেনশন সেন্টারে ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসায়িক হয়রানি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, আয়কর ও ভ্যাট প্রদান প্রক্রিয়ার জটিলতা এবং যানজটের কারণে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে। এর ফলে সার্বিক বিনিয়োগ পরিস্থিতিও প্রত্যাশামতো নয়।

ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কর ও ভ্যাট ব্যবস্থাকে সহজীকরণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি উল্লেখ করে তাসকীন আহমেদ উৎসে করের হার যৌক্তিকভাবে কমানো, মূসক হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ এবং অনানুষ্ঠানিক খাতের জন্য ১ শতাংশ মূসক হার প্রস্তাব করেন।

সভায় ব্যবসায়ীরা জানান, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এবং কর ও ভ্যাট জটিলতার কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে বিনিয়োগ পরিবেশে স্থবিরতা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমানে এসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে এবং নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ বলেন, মোহাম্মদপুর এলাকায় ভ্যাট আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি ভ্যাট প্রক্রিয়া আরও সহজ করতে মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর কবির জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্লক রেইডের মাধ্যমে সাফল্য অর্জিত হয়েছে।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা যানজট নিরসনে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমিত জনবল দিয়েও তেজগাঁও অঞ্চলে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ইইউতে পোশাক রপ্তানিতে বেড়েছে ৩৭ শতাংশ

মুক্ত আলোচনায় ব্যবসায়ী নেতৃবৃন্দ কর ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণ, চাঁদাবাজি রোধ, ঋণের সুদহার কমানো এবং ব্যবসায়িক হয়রানি হ্রাসের ওপর জোর দেন। সভা শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআই-এর নতুন সদস্যপদ প্রদান করা হয় এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নতুন সদস্যদের হাতে সদস্যপদ সনদ তুলে দেন।

ঢাকা/টিএ