শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লা সিটির মেয়র
- আপডেট: ০৪:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১০৩০৫ বার দেখা হয়েছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা শপথ নিয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত দুই মেয়রের শপথবাক্য পাঠ করান।
আর ময়মনসিংহের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচতি চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হবে।
আরও পড়ুন: দুর্নীতি, মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচনের ভোট হয়।
ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু।
আর কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা।
ঢাকা/এসএইচ