‘শিশুবক্তা’ রফিকুলের জামিন

- আপডেট: ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ৪৩৪০ বার দেখা হয়েছে
শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না, এই শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলা থেকে জামিন পেয়েছেন শিশুবক্তা। এর ফলে শিশুবক্তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বুধবার (২৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
আরও পড়ুন: স্বাধীনতার অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
উল্লেখ্য, রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সহিংসতা ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কয়েকটি মামলা হয়।
গত ২০২১ সালের ৭ এপ্রিল, নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে রফিকুলকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি ফোনের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন বরে দাবি করেছে র্যাব।
ঢাকা/টিএ