সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন

- আপডেট: ০৪:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১০৪০৭ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৩ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন ডিএসইতে ৪৩৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেনে ৩৭ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪ পয়েন্টে।
আরও পড়ুন: লাভেলোর বোর্ড সভার তারিখ ঘোষণা
আলোচিত সময়ে ডিএসইতে ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২৭৯ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির।
ঢাকা/এসএইচ