সূচকের নামমাত্র উত্থানে কমেছে লেনদেন

- আপডেট: ০৩:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪১০৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রধান মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার ডিএসইতে ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৭১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ৪২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৩ হাজার টাকার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।
এদিন এ্যাপেক্স ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন: ফ্যামিলিটেক্সের কারখানা বন্ধ পেয়েছে ডিএসই
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডর শেয়ারদর বেড়েছে ৬.১১ শতাংশ। আর ৪.৮৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্সুরেন্স।
আজ ডিএসইতে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসইতে ১৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।
দিন শেষে সিএসইতে ৫০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।
ঢাকা/টিএ