অগ্রণী ব্যাংকের নাম পরিবর্তন

- আপডেট: ০৬:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১০৩৯৫ বার দেখা হয়েছে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি.।
বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকের তালিকায় ‘অগ্রণী ব্যাংক লিমিটেড’র নাম ‘অগ্রণী ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘Agrani Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: ১ লাখ ১০ হাজার টন ডিএপি ও টিএসপি সার কিনবে সরকার
জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানি গুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে। এজন্য অগ্রণী ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক পিএলসি. করা হয়েছে।
ঢাকা/এসএম