অগ্রিম আমদানি অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করলো বাংলাদেশ ব্যাংক

- আপডেট: ০৬:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২৩৬ বার দেখা হয়েছে
আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ করতে অগ্রিম আমদানি অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই অগ্রিম অর্থ প্রদান করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।
একইসঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থপ্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বড় সহায়তা হবে। সীমা দ্বিগুণ হওয়ায় তারা দ্রুত ও কম খরচে অর্থ প্রদান করতে পারবেন, ফলে সময় ও অতিরিক্ত খরচ দুটোই কমবে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এ নীতিগত পরিবর্তন সময়োপযোগী। এতে দেশের সামগ্রিক বাণিজ্য দক্ষতা বাড়বে এবং আমদানি-রপ্তানি আরও সহজ হবে।
ঢাকা/এসএইচ