অধিকাংশ শেয়ারের দরপতন, কমেছে সূচকও

- আপডেট: ০৩:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১০৩৬৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর পতন হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, মঙ্গলবার (১৫ প্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ পয়েন্ট কমে ১১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ পয়েন্ট কমে ১৮৯৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৪৬ কোটি ১২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিলো ৪১৪ কোটি ৩১ লাখ ৭৫ হজার টাকা।
আরও পড়ুন: উত্তরা ব্যাংকের স্পটে লেনদেন শুরু বুধবার
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির, বিপরীতে ২৫৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ