মার্চেন্ট ব্যাংকগুলোর প্রস্তাবে সাড়া মেলে নি: অপরিবর্তিত ট্যাক্স হার
- আপডেট: ০৫:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১০৩৯২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকগুলোর করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করা হলেও তা কমেনি। বরং গত অর্থবছরের ৩৭.৫০ শতাংশ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। তবে প্রস্তাবিত বাজেটে বক্তৃতায় ২০২১-২২ অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহির্ভূত কোম্পানির ক্ষেত্রে করপোরেট ট্যাক্স হার ৩২ দশমিক ৫ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কমাল। এছাড়া তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৫ শতাংশের পরিবর্তে এ হার ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে ও উন্নয়নের ধারাবাহিকতায় এ বছর প্রথম বাজেটের ৭৬৮ গুণের চেয়েও বড় বাজেট উপস্থাপন শুরু হয়েছে। ২০২১-২২ অর্থবছরের এ বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ সরকারের ৩য় মেয়াদের ৩য় বাজেট। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালও তৃতীয় বারের মতো বাজেট উপস্থাপন করছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে আগে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে। বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারির মধ্যে এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য- ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’।
করোনা সংক্রমণজনিত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য এ বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
মহামারি করোনার ধাক্কা সামলাতে এবারের বাজেটে আয়ের দিকে বেশি নজর দিচ্ছে সরকার। সেজন্য বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। যা জিডিপির ১১ দশমিক ৩৫ শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৬ হাজার ৯৭৩ কোটি টাকা বেশি।
চলতি অর্থবছরে এ আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৫৫ হাজার ৫১৭ কোটি টাকা। যদিও বাজেটে মূল লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। আয়ের মধ্যে রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক অনুদান নেওয়া হবে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।
বাজেট প্রসঙ্গে সম্প্রতি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট দেওয়া হবে। এ বাজেটে সবার স্বার্থ সংরক্ষণ করা হবে। পাশাপাশি পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রাখা হবে। আগামী বছর একই ধারা থাকবে।
ঢাকা/এইচকে




































