অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

- আপডেট: ০১:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
অপহরণের পাঁচ মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে নাটোর র্যাব। এ সময় এবাদুল রহমান (২০) নামে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এবাদুল রাজশাহীর বাগমারা উপজেলার খামারগ্রাম উত্তরপাড়া এলাকার হুজুর আলীর ছেলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নাটোর র্যাব অফিসের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, আসামি এবাদুল রহমান ভিকটিমকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। সে গত ১৩ জুলাই অন্য আসামিদের সহায়তায় ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাগমারা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ
তিনি আরও জানান, র্যাব -৫ ও র্যাব-১১-এর একটি যৌথ দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফাতুল্লা থানার ভূইগড় গ্রামে অভিযান চালায়। এ সময় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী এবাদুল রহমানকে গ্রেফতার করা হয়।