অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো রাজ-ইধিকার

- আপডেট: ০১:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৬০ বার দেখা হয়েছে
মাস কয়েক আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি হয়ে সিনেমায় কাজ করার গুঞ্জন উঠেছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। তবে সে সময় বিষয়টি নিয়ে খোলাসা করেননি তিনি। অবশেষে রাজ-ইধিকার সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামে একটি সিনেমা বানানোর ঘোষণা দেন এই নির্মাতা। তবে ব্যাটে-বলে না মেলায় তার স্থানে নেওয়া হয়েছে শরিফুল রাজকে।
এতদিন বিষয়টি জানা গেলেও নায়িকা নিয়ে ছিলো ধোঁয়াশা। এবার জানা গেল, রাজের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।
সিনেমাটি নিয়ে ইধিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। আর কাজটি নিয়ে আমি ভীষণ আনন্দিত। মন দিয়ে করার চেষ্টা করব। আশা করছি আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে, ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে।
আরও পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হিরো আলমের
ভালোবাসা ও অ্যাকশনধর্মী গল্পে এগিয়ে যাবে ‘কবি’ । সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।
এছাড়াও ‘কবি’তে দেখা যাবে মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।
ঢাকা/কেএ