০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১০২৭৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

খেলাপি ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে করা মামলার তথ্য প্রতিবছর দুইবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সার্কুলারে বলা হয়েছে, অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংকগুলোর দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার বিস্তারিত তথ্য প্রতিবছর ৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক দুই দফায় জমা দিতে হবে। মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও একইসঙ্গে জমা দিতে হবে। এই তথ্য ব্যাংকগুলোকে হার্ডকপি ও সফটকপি—দু’ভাবেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময় ব্যাংকগুলো থেকে নানা তথ্য সংগ্রহ করা হলেও অনেক ক্ষেত্রে একই ধরনের তথ্য একাধিকবার দিতে হয়। এতে সময় ও শ্রমের অপচয় হয়। এসব সমস্যা এড়াতেই তথ্য জমাদানে নতুন করে নিয়ম-কানুন ঠিক করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের আরও ৪ পণ্যে নতুন নিষেধাজ্ঞা ভারতের

এছাড়া ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য আগে হার্ডকপিতে জমা দিতে হতো, এখন তা আর লাগবে না। শুধুমাত্র ইডিডব্লিউ পোর্টালে জমা দিলেই চলবে। একইভাবে আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্য আগে একাধিক বিভাগে জমা দিতে হতো, এখন তা কেবল ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দিলেই যথেষ্ট হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ

আপডেট: ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

খেলাপি ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে করা মামলার তথ্য প্রতিবছর দুইবার বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সার্কুলারে বলা হয়েছে, অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংকগুলোর দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার বিস্তারিত তথ্য প্রতিবছর ৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক দুই দফায় জমা দিতে হবে। মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও একইসঙ্গে জমা দিতে হবে। এই তথ্য ব্যাংকগুলোকে হার্ডকপি ও সফটকপি—দু’ভাবেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন সময় ব্যাংকগুলো থেকে নানা তথ্য সংগ্রহ করা হলেও অনেক ক্ষেত্রে একই ধরনের তথ্য একাধিকবার দিতে হয়। এতে সময় ও শ্রমের অপচয় হয়। এসব সমস্যা এড়াতেই তথ্য জমাদানে নতুন করে নিয়ম-কানুন ঠিক করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের আরও ৪ পণ্যে নতুন নিষেধাজ্ঞা ভারতের

এছাড়া ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য আগে হার্ডকপিতে জমা দিতে হতো, এখন তা আর লাগবে না। শুধুমাত্র ইডিডব্লিউ পোর্টালে জমা দিলেই চলবে। একইভাবে আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্য আগে একাধিক বিভাগে জমা দিতে হতো, এখন তা কেবল ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দিলেই যথেষ্ট হবে।

ঢাকা/এসএইচ