অলস সময় কাটাতে বাড়িতে ফিরল ডমিঙ্গো

- আপডেট: ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অলস সময় কাটানোর জন্য টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো গতকাল সকালে ঢাকা ছাড়ে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল এখন আমিরাতে। আর হেড কোচ তাদের যাওয়ার আগেই ধরে নিজ দেশের বিমান। সম্প্রতি টি২০ দলের কাজ হারায় টাইগারদের এই হেড কোচ। বিসিবিও কোচের এই যাওয়াতে আপত্তি করেনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বরং ঢাকা ত্যাগ করার আগে ডমিঙ্গোকে মনে করিয়ে দেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে দল নিয়ে পরিকল্পনা দেওয়ার কথা। তিন সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা দিতে হবে তাঁকে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দক্ষিণ আফ্রিকা থেকেই পরিকল্পনা পাঠাবেন কোচ।
জাতীয় দল আগামী তিন মাস ব্যস্ত থাকবে টি২০ ক্রিকেটে। এশিয়া কাপ শেষ করে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ খেলে বিশ্বকাপে যাবেন সাকিবরা। টি২০ দলের নতুন কোচ নিয়োগ দেওয়ায় ডমিঙ্গোর কোনো কাজ নেই এ সময়ে। তবে তাঁকে বসিয়ে বেতন দেওয়ার মতো বিলাসিতাও করবে না বিসিবি।
সে কারণে সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ দেখতে যাবেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মাথায় রেখে টেস্ট ক্রিকেটারদের পাঠানো হবে ‘এ’ দলের সফরে। ডমিঙ্গোও চান বাংলাদেশের চাকরি থেকে বিদায় নেওয়ার আগে কাজের ভেতরে থেকেই শেষ করতে।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দেখে খেলোয়াড় বাছাইয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে তাঁর সব পরিকল্পনাই আবর্তিত হবে ৩০ নভেম্বর পর্যন্ত। সেদিনই দ্বিতীয় মেয়াদের চুক্তির প্রথম বছর শেষ হবে। এরপর যে কেউ তিন মাসের নোটিশে সম্পর্ক ছিন্ন করতে পারবে। ডমিঙ্গো স্বেচ্ছায় বিদায় না নিলে বিসিবিই বিদায় করে দেবে তাঁকে।
বিসিবি কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে কোচ বুঝেও গেছেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকা হবে না তাঁর। পর্যায়ক্রমে শ্রীধরন শ্রীরামের হাতেই তুলে দেওয়া হতে পারে ওয়ানডে ও টেস্ট দল। ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়েই তিন সংস্করণের কোচ হয়ে যেতে পারেন তিনি। কারণ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে।
আরো পড়ুন: এশিয়া কাপ খেলতে দুবাইয়ে বাংলাদেশ দল।
ঢাকা/এসএ