অ্যাপেক্স ফুটওয়্যার ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২০৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ১১ টাকা ২২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ৫৬ টাকা ৪৮ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৩৬ টাকা ৬৮ পয়সা।
আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর, যাতে শেয়ারহোল্ডাররা সভায় অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।
উল্লেখ্য, ২০২৪ সালে অ্যাপেক্স ফুটওয়্যার ৪৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে, যার মধ্যে ৩৫ শতাংশ ছিল ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।
ঢাকা/এসএইচ