০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত কমিটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ৪২৭৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আর্থিক বিবরণী ও উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৬০ দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি তদন্তের আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য মতে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আর্থিক বিবরণী এবং কার্যক্রম খতিয়ে দেখার জন্য বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং সহকারী পরিচালক মো. আব্দুল আউয়ালকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন কর্মকর্তা পরিচয় গোপন করে অ্যাসোসিয়েটেড অক্সিজেন থেকে পণ্য কেনার জন্য যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির এক কর্মকর্তা জানায়, তাদের কারখানা কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। এরপর ডিএসই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অবহিত করে এবং বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ জানায়। এরই ধরাবাহিকতায় কোম্পানিটির আর্থিক বিবরণী এবং উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিএসইসি।

আরও পড়ুন: মরিশাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত

প্রসঙ্গত, কোম্পানিটি ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এদিকে ২০১৩ সালের ৩১ জুলাই পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা এবং পরিচালকদের হাতে ৩০.৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.৫০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৫৬ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন যাবত ৩৬.৫০ টাকায় ফ্লোর প্রাইসে অবস্থান করছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত কমিটি

আপডেট: ০২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আর্থিক বিবরণী ও উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৬০ দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি তদন্তের আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য মতে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আর্থিক বিবরণী এবং কার্যক্রম খতিয়ে দেখার জন্য বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং সহকারী পরিচালক মো. আব্দুল আউয়ালকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন কর্মকর্তা পরিচয় গোপন করে অ্যাসোসিয়েটেড অক্সিজেন থেকে পণ্য কেনার জন্য যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির এক কর্মকর্তা জানায়, তাদের কারখানা কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। এরপর ডিএসই বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অবহিত করে এবং বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ জানায়। এরই ধরাবাহিকতায় কোম্পানিটির আর্থিক বিবরণী এবং উৎপাদন কার্যক্রম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিএসইসি।

আরও পড়ুন: মরিশাসে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত

প্রসঙ্গত, কোম্পানিটি ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এদিকে ২০১৩ সালের ৩১ জুলাই পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা এবং পরিচালকদের হাতে ৩০.৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.৫০ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ০.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.৫৬ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন যাবত ৩৬.৫০ টাকায় ফ্লোর প্রাইসে অবস্থান করছে।

ঢাকা/টিএ