০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: তদন্তে দুদক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনা ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৪ মার্চ দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর রোববার (৭ মার্চ) কমিশন থেকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদক উপপরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা এবং সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ ও ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করে ডেল্টা লাইফ। এর আগে এই ঘুষের অভিযোগ এনে দুদকে অভিযোগ করে কোম্পানিটি।

একই বিষয়ে তদন্ত শুরু করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে সরকারের কাছে।

কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন যুগ্ম-সচিব ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একজন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

 

আরও পড়ু্ন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: তদন্তে দুদক

আপডেট: ১০:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনা ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৪ মার্চ দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর রোববার (৭ মার্চ) কমিশন থেকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদক উপপরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা এবং সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ ও ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করে ডেল্টা লাইফ। এর আগে এই ঘুষের অভিযোগ এনে দুদকে অভিযোগ করে কোম্পানিটি।

একই বিষয়ে তদন্ত শুরু করেছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে সরকারের কাছে।

কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন যুগ্ম-সচিব ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একজন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

 

আরও পড়ু্ন: