০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ হবে জনগণের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ১০২০৯ বার দেখা হয়েছে

আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবল জনগণের সঙ্গে একটি প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি। এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।

নানা অনিশ্চয়তা কাটিয়ে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ হবে জনগণের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

আপডেট: ০২:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ কেবল জনগণের সঙ্গে একটি প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি। এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।

নানা অনিশ্চয়তা কাটিয়ে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপিসহ কয়েকটি বামপন্থী দল।

ঢাকা/এসএইচ