০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আইফোন ক্যামেরায় বিশেষ আপগ্রেড শিগগিরই আসছে না

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল লেন্স উন্নত করা ছাড়া ২০২৩ সাল পর্যন্ত আইফোনের মূল ক্যামেরায় বিশেষ কোনো আপগ্রেড আনবে না বলে দাবি করেছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।

এক প্রতিবেদনে জানিয়েছেন, নতুন আইফোনের মূল ক্যামেরা লেন্স সরবরাহের জন্য অ্যাপলের কাছে ৩টি প্রতিষ্ঠান থাকবে। এ প্রতিষ্ঠানগুলো হলো- লার্গান, জিনিয়াস ইলেকট্রনিক অপটিক্যাল (জিএসইও) এবং সানি অপটিক্যাল। নতুন গবেষণা নথিতে কুয়ো বলেছেন, ২০২১ এবং ২০২২ সালের আইফোনের আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্সে কিছুটা আপডেট আসতে পারে; কিন্তু অন্তত ২০২৩ সাল পর্যন্ত মূল লেন্সে বড় কোনো পরিবর্তন আসবে না।

ইতোমধ্যেই দারুণ ফলাফল দিচ্ছে আইফোনের লেন্সগুলো। ছবির মান আরও উন্নত করতে সফটওয়্যার উন্নয়নে নজর দিতে পারে অ্যাপল। কুয়ো আরও ধারণা করছেন, চলতি বছরের প্রথমার্ধে আইফোনের ১৫ থেকে ২৫ শতাংশ লেন্স সরবরাহ করবে লার্গান।

অ্যাপলের লেন্স সরবরাহ চেইনে সর্বশেষ যোগ দিয়েছে সানি অপটিক্যাল। ২০২১ সাল থেকেই লেন্স সরবরাহ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। এর আগে কুয়ো বলেছেন, আইফোন ১৩-এর দুটি হাই-এন্ড আইফোন মডেলের আল্ট্রা-ওয়াইড লেন্সে লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে। অটোফোকাসসহ এ লেন্সটি হবে এফ/১.৮, ৬পি। বর্তমান সব আইফোন ১২ মডেলে এফ/২.৪, ৫পি আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে, নেই অটোফোকাস।

 
 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আইফোন ক্যামেরায় বিশেষ আপগ্রেড শিগগিরই আসছে না

আপডেট: ০২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল লেন্স উন্নত করা ছাড়া ২০২৩ সাল পর্যন্ত আইফোনের মূল ক্যামেরায় বিশেষ কোনো আপগ্রেড আনবে না বলে দাবি করেছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো।

এক প্রতিবেদনে জানিয়েছেন, নতুন আইফোনের মূল ক্যামেরা লেন্স সরবরাহের জন্য অ্যাপলের কাছে ৩টি প্রতিষ্ঠান থাকবে। এ প্রতিষ্ঠানগুলো হলো- লার্গান, জিনিয়াস ইলেকট্রনিক অপটিক্যাল (জিএসইও) এবং সানি অপটিক্যাল। নতুন গবেষণা নথিতে কুয়ো বলেছেন, ২০২১ এবং ২০২২ সালের আইফোনের আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্সে কিছুটা আপডেট আসতে পারে; কিন্তু অন্তত ২০২৩ সাল পর্যন্ত মূল লেন্সে বড় কোনো পরিবর্তন আসবে না।

ইতোমধ্যেই দারুণ ফলাফল দিচ্ছে আইফোনের লেন্সগুলো। ছবির মান আরও উন্নত করতে সফটওয়্যার উন্নয়নে নজর দিতে পারে অ্যাপল। কুয়ো আরও ধারণা করছেন, চলতি বছরের প্রথমার্ধে আইফোনের ১৫ থেকে ২৫ শতাংশ লেন্স সরবরাহ করবে লার্গান।

অ্যাপলের লেন্স সরবরাহ চেইনে সর্বশেষ যোগ দিয়েছে সানি অপটিক্যাল। ২০২১ সাল থেকেই লেন্স সরবরাহ শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। এর আগে কুয়ো বলেছেন, আইফোন ১৩-এর দুটি হাই-এন্ড আইফোন মডেলের আল্ট্রা-ওয়াইড লেন্সে লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে। অটোফোকাসসহ এ লেন্সটি হবে এফ/১.৮, ৬পি। বর্তমান সব আইফোন ১২ মডেলে এফ/২.৪, ৫পি আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে, নেই অটোফোকাস।