আইসিবির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

- আপডেট: ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১০৪৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখার জন্যই রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গঠন করা হয়েছিল। কিন্তু কিছুদিন ধরেই আইসিবি ভিন্ন কাজ করছে। পুঁজিবাজারে শেয়ার কেনার তুলনায় বিক্রি করছে বেশি।
যদিও বাজার স্থিতিশীলতায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির ভূমিকার বিষয়ে ব্যাখ্যা তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পুঁজিবাজার উন্নয়নে ও মার্কেট মেকার হিসেবেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অবস্থায় কিছুদিন ধরেই আইসিবির পক্ষ থেকে শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে। গত মঙ্গলবার একদিনেই প্রতিষ্ঠানটির নিট বিক্রির পরিমাণ ছিল ৩২ কোটি টাকা। এ অবস্থায় বিএসইসির পক্ষ থেকে আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়ে প্রতিষ্ঠানটির এ ধরনের ভূমিকার বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারে আইসিবির ভূমিকার বিষয়ে আমরা ব্যাখ্যা তলব করেছি। জবাব পাওয়ার পর প্রতিষ্ঠানটি যাতে পুঁজিবাজারে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে, সেজন্য সহায়তা করা হবে।
ঢাকা/টিএ