আইসিসির যে আইনে ভারতের জয় সহজ হয়েছে

- আপডেট: ০৫:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সারা ক্রিকেটবিশ্ব যে ম্যাচ দেখার অপেক্ষায় বসে থাকে, সেই ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। দুই বল বাকি থাকতে ৫ উইকেটের রুদ্ধশ্বাস জয় আসে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে। তবে শুধু কি হার্দিক পান্ডিয়া? আইসিসির একটা আইনও ভারতের জয় ত্বরান্বিত করেছে বলে মনে করছেন অনেকে। সেই আইনের নাম হলো ‘ইন ম্যাচ পেনাল্টি’।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গতকাল রবিবারের ম্যাচে ভারত-পাকিস্তান দুই দলই স্লো ওভার রেটিংয়ের দোষে দুষ্ট হয়েছে। যে কারণে দুই দলকেই শেষ তিন ওভার ফিল্ডিং করতে হয়েছে বৃত্তের ভেতর একজন ফিল্ডার বেশি নিয়ে। প্রথম ইনিংসে সেটা ভারতের জন্য খুব একটা সমস্যা সৃষ্টি না করলেও ভারতের রান তাড়ার সময় এই আইন বড় ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত। কারণ পাকিস্তানও তখন বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম নিয়ে খেলেছে।
এখনকার ক্রিকেটে প্রতিটি ম্যাচের ইনিংস শেষ হওয়ার নির্দিষ্ট সময় থাকে। গত জানুয়ারিতে হালনাগাদ করা আইসিসির আইনে ইনিংসের শেষ ওভার শুরু করারও একটা সময় নির্দিষ্ট করা হয়েছে। ওই সময়ের মাঝে শেষ ওভার শুরু করতে না পারলে যত ওভার বাকি থাকবে, তত ওভার বৃত্তের বাইরে ৫ জনের বদলে সর্বোচ্চ ৪ জন ফিল্ডার রাখা যাবে। গতকাল দুই দলই এই আইনের প্যাঁচে পড়েছিল। কিন্তু বেশি ভূগতে হয়েছে পাকিস্তানকে।
আরও পড়ুন:১০০ মিলিয়নে ম্যানইউতে ব্রাজিলিয়ান তরুণ অ্যান্তোনি
ঢাকা/এসএম