আগুনের মধ্যে ঝুঁকি নিয়ে মালামাল বের করার চেষ্টা

- আপডেট: ১১:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১০৪৫২ বার দেখা হয়েছে
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। এছাড়া ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এসবের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে দোকানগুলো থেকে মালামাল বের করা চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
বেলা ১১টার দিকে দেখা ধোঁয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে বঙ্গ মার্কেটে দোকানগুলোতে ঢুকছেন কর্মচারীরা। মালামাল বের করে আনছেন তারা। অনেকে মালামাল এনে রাস্তায় রাখছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগুনে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বঙ্গ মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী।
এদিকে উৎসুক ও সেলফি তোলা মানুষজনদের ভিড়ের কারণে একদিকে যেমন সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়ীদেরও মালামাল সরিয়ে নিয়ে অসুবিধা হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গবাজারের আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
বঙ্গবাজার গুলিস্থান মার্কেটের মো. আলী গার্মেন্টসের ব্যবস্থাপক মো. রিয়াজ বলেন, আমরা কিছু মাল আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলাছিলাম। এরপর আর কিছু বের করতে পারিনি। এখন যেখানে কম আগুন লেগেছে সেখানে মালামাল বের করতে সুযোগ করে দিচ্ছে।
ঢাকা/এসএ