১০:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

আজ থেকে ৪ ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ১০৩১৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। আজ রোববার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ৪ ঘণ্টা করে লেনদেন হবে। সকাল ১০টায় এ লেনদেন শুরু হবে; আর তা বেলা ২টা পর্যন্ত চলবে। আপাতঃ মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে লেনদেন হবে বাজারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরকার ব্যাংক ও সরকারি অফিসের জন্য যে নতুন সময়সূচি ঘোষণা করেছে, তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের এই সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি লেনদেন হবে পুঁজিবাজারে। আর বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

আরও পড়ুন: আজ ৬ কোম্পানির বোর্ড সভা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাতেই কারফিউ জারি করে সরকার। পাশাপাশি ২১-২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ সময়ে ব্যাংক লেনদেন বন্ধ ছিল। ছিল না ইন্টারনেট সেবা। তাতে তিনদিন পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকে। পরে সরকার ২৪ ও ২৫ জুলাই সীমিত পরিসরে অফিস ও ব্যাংকিং চালু করলে পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়।  সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকের লেনদেন চালুর ঘোষণা আসে। তাছাড়া অফিশিয়াল ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

মঙ্গলবারের পরে যদি ব্যাংকিং সময়সূচিতে কোনো পরিবর্তন আসে, তাহলে তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সূচিতেও পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আজ থেকে ৪ ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে

আপডেট: ১০:৫১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়ছে। আজ রোববার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে ৪ ঘণ্টা করে লেনদেন হবে। সকাল ১০টায় এ লেনদেন শুরু হবে; আর তা বেলা ২টা পর্যন্ত চলবে। আপাতঃ মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে লেনদেন হবে বাজারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরকার ব্যাংক ও সরকারি অফিসের জন্য যে নতুন সময়সূচি ঘোষণা করেছে, তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের এই সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি লেনদেন হবে পুঁজিবাজারে। আর বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

আরও পড়ুন: আজ ৬ কোম্পানির বোর্ড সভা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাতেই কারফিউ জারি করে সরকার। পাশাপাশি ২১-২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ সময়ে ব্যাংক লেনদেন বন্ধ ছিল। ছিল না ইন্টারনেট সেবা। তাতে তিনদিন পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকে। পরে সরকার ২৪ ও ২৫ জুলাই সীমিত পরিসরে অফিস ও ব্যাংকিং চালু করলে পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়।  সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকের লেনদেন চালুর ঘোষণা আসে। তাছাড়া অফিশিয়াল ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

মঙ্গলবারের পরে যদি ব্যাংকিং সময়সূচিতে কোনো পরিবর্তন আসে, তাহলে তার সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সূচিতেও পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ