আট সপ্তাহের আগাম জামিন পেয়েছে আল আমিন

- আপডেট: ০১:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০ লাখ যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহর আগাম জামিন পেয়েছে ক্রিকেটার আল আমিন। জামিনের বিষয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় আল আমিন হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলে মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ জামিন দেন। ৮ সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আল আমিন সাংবাদিকদের বলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে সব জানাবেন তিনি।
গত ৩ সেপ্টেম্বর পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করে তার স্ত্রী ইসরাত জাহান। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
আরো পড়ুন: অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে: পরিকল্পনামন্ত্রী
ঢাকা/এসএ