০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আত্মবিশ্বাসী নন জেসিকা অ্যালবা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / ১০২৯৩ বার দেখা হয়েছে

জেসিকা অ্যালবা হলিউডের সফল অভিনেত্রীদের একজন। ১৩ বছর বয়স থেকে তাঁর পথচলা শুরু। সফল হলিউড তারকার পাশাপাশি তিনি সফল ব্যবসায়ীও। ২০১৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে ৩ হাজার কোটি টাকা। আর এই চার বছরে সেই অর্থের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা হয়তো জেসিকার হিসাবরক্ষকই বলতে পারবেন। অথচ এত অর্জন যাঁর, তিনি নাকি এগুলোর কোনো কিছুরই যোগ্য নন। এটা নাকি একটা রোগ, যে রোগে দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন। ‘দ্য অনেস্ট কোম্পানি’র এই ৩৯ বছর বয়সী এই উদ্যোক্তা নিজেই এসব জানিয়েছেন।

‘স্ট্রেইট টক’ অনুষ্ঠানে জেসিকা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই “ইম্পোস্টার সিনড্রোম”-এ ভুগছি। আমার মেধা, দক্ষতা, যোগ্যতা নিয়ে আমি কখনোই আত্মবিশ্বাসী ছিলাম না। আমি সব সময় বিশ্বাস করেছি, আমি অল্প কিছু ভাগ্যবানদের একজন, সৃষ্টিকর্তা যাঁদের সহায় হয়েছেন। যদিও আমার জীবনসঙ্গী ক্যাশ ওয়ারেন সব সময় বলে, ‘কী কঠিন পরিশ্রম কর তুমি। যা কিছু পেয়েছ, তুমি তার প্রতিটি কণার যোগ্য।’

আমার জীবনসঙ্গী সব সময় বলে, ‘যে যা বলুক, সবার আগে তোমার নিজের ওপর নিজের আস্থা থাকতে হবে। নিজেকে নিজেই বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে। তবেই অন্যরা তোমার ওপর আস্থা রাখতে পারবে। এভাবেই একজন সঠিক মানুষ ক্রমাগত পাশে থেকে মানসিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করে।’

ক্যাশ ওয়ারেন আর জেসিকা অ্যালবার এক যুগের সংসার। তাঁদের আছে দুই মেয়ে আর এক ছেলে। ২০০৪ সালে ক্যাশ ওয়ারেনের বাবা মিশেল ওয়ারেনের সঙ্গে ফ্যান্টাসটিক ফোর সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম পরিচয়। সেখান থেকে প্রণয় আর ২০০৮ সালে পরিণয়।

 
 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আত্মবিশ্বাসী নন জেসিকা অ্যালবা

আপডেট: ০২:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

জেসিকা অ্যালবা হলিউডের সফল অভিনেত্রীদের একজন। ১৩ বছর বয়স থেকে তাঁর পথচলা শুরু। সফল হলিউড তারকার পাশাপাশি তিনি সফল ব্যবসায়ীও। ২০১৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে ৩ হাজার কোটি টাকা। আর এই চার বছরে সেই অর্থের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা হয়তো জেসিকার হিসাবরক্ষকই বলতে পারবেন। অথচ এত অর্জন যাঁর, তিনি নাকি এগুলোর কোনো কিছুরই যোগ্য নন। এটা নাকি একটা রোগ, যে রোগে দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন। ‘দ্য অনেস্ট কোম্পানি’র এই ৩৯ বছর বয়সী এই উদ্যোক্তা নিজেই এসব জানিয়েছেন।

‘স্ট্রেইট টক’ অনুষ্ঠানে জেসিকা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই “ইম্পোস্টার সিনড্রোম”-এ ভুগছি। আমার মেধা, দক্ষতা, যোগ্যতা নিয়ে আমি কখনোই আত্মবিশ্বাসী ছিলাম না। আমি সব সময় বিশ্বাস করেছি, আমি অল্প কিছু ভাগ্যবানদের একজন, সৃষ্টিকর্তা যাঁদের সহায় হয়েছেন। যদিও আমার জীবনসঙ্গী ক্যাশ ওয়ারেন সব সময় বলে, ‘কী কঠিন পরিশ্রম কর তুমি। যা কিছু পেয়েছ, তুমি তার প্রতিটি কণার যোগ্য।’

আমার জীবনসঙ্গী সব সময় বলে, ‘যে যা বলুক, সবার আগে তোমার নিজের ওপর নিজের আস্থা থাকতে হবে। নিজেকে নিজেই বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে। তবেই অন্যরা তোমার ওপর আস্থা রাখতে পারবে। এভাবেই একজন সঠিক মানুষ ক্রমাগত পাশে থেকে মানসিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করে।’

ক্যাশ ওয়ারেন আর জেসিকা অ্যালবার এক যুগের সংসার। তাঁদের আছে দুই মেয়ে আর এক ছেলে। ২০০৪ সালে ক্যাশ ওয়ারেনের বাবা মিশেল ওয়ারেনের সঙ্গে ফ্যান্টাসটিক ফোর সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম পরিচয়। সেখান থেকে প্রণয় আর ২০০৮ সালে পরিণয়।