আনলিমা ইয়ার্নের ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ০৪:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১০২৫৬ বার দেখা হয়েছে
শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেড। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। এর আগের বছর একই সময় লোকসান ছিল ১ টাকা ৮০পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর ছিল ২২ পয়সা।
ৎ৩১ জুন, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৬৩ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য ১০ নভেম্বর শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের তিন বছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি।
ঢাকা/এসএইচ