আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

- আপডেট: ১২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বুধবার সকালে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটিকে ‘ব্যালিস্টিক’ ক্ষেপণাস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়া ও জাপান। তবে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে দেশটির অজানা স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ হয়েছে। এটি কোরীয় উপদ্বীপের প্রায় ৫৫০ কিলোমিটার পূর্বে এবং জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে সকাল ১১ টা ১৩ মিনিটের দিকে জাপান সাগরে বিস্ফোরিত হতে পারে।
বুধবার সকালে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, এই ক্ষেপণাস্ত্রটি অন্তত ৭৫ মিনিট উড়তে পারে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলেও ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: তিউনিসিয়ায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ
এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে ওয়াশিংটন ও সিউলের সঙ্গে পর্যবেক্ষণ করছে টোকিও। দ. কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
এশিয়ার পারমাণবিক শক্তিধর উ. কোরিয়া গত বছর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাপান টাইমস। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় দেশটির ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। সূত্র: বিবিসি, দ্য জাপান টাইমস
ঢাকা/এসএ