আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা

- আপডেট: ১২:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১০৩১৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের কর্তৃপক্ষ আফগানিস্তানে ওষুধ রপ্তানির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশটির একটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মার সঙ্গে ইন্দো-বাংলা ফার্মার সমঝোতা স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এক্ষেত্রে সালার ইউসুফজাই ফার্মা একক প্রতিনিধি বা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। যা ১৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
এই সমঝোতার আওতায় নিয়মিত রপ্তানির পরিকল্পনায় প্রতি শিপমিন্টে দেড় লাখ ডলারের ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এই রপ্তানি হবে ৪০ শতাংশ অগ্রিম প্রদান ও ৬০ শতাংশ শিপমেন্ট পূর্ব প্রদানের মাধ্যমে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে আইডিএলসি ফাইন্যান্স
ওষুধ রপ্তানি করে ইন্দো-বাংলা ফার্মার আর্থিক অবস্থার উন্নতি হবে। এছাড়া এ রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জন ও দীর্ঘমেয়াদে ব্যবসা প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।
ঢাকা/এসএইচ