১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

আবারও ঊর্ধ্বমুখী ভারতের পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

মার্কিন প্রভাবকে দূরে সরিয়ে সপ্তাহের শেষ দিনে ঘুরে দাঁড়াল মুম্বই শেয়ার বাজার। শুক্রবার সারাদিন চূড়ান্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে চললেও বাজার বন্ধ হওয়ার সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ কোনওরকমে গ্রিন জোনে থেমেছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ৬৪১ পয়েন্ট। ফলে দিনের শেষে সূচক ছিল ৪৯,৮৫৮ পয়েন্ট। অন্যদিকে, নিফটি সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৪,৭৪৪ পয়েন্ট।

এদিন, NTPC, HUL এবং Reliance Industries-এর শেয়ারের দর সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, Tech Mahindra এবং Larsen & Toubro-র শেয়ারের দরে ধস নেমেছিল। ক্ষেত্রগত সূচকের মধ্যে একমাত্র নিফটি রিয়ালিটি বাজার বন্ধ হওয়ার সময় ছিল রেড জোনে। আর নিফটি এফএমসিজি এবং নিফটি মেটাল সূচক লাভবান হয়েছে সবথেকে বেশি।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এদিন চূড়ান্ত অস্থিরতার সাক্ষী থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বাজার বন্ধ হওয়ার সময় সূচক যেখানে দাঁড়িয়ে ছিল দিনের এক সময় সেখান থেকে১,২৭০ পয়েন্ট নীচে নেমে গিয়েছিল সেনসেক্স। অন্যদিকে, নিফটিও অনেকটা নীচে নেমে যায়। সেখান থেকে ফের ঘুরে দাঁড়াতে শুরু করে সূচক। এদিন লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়ে দিনের শেষে তা গ্রিন জোনে গিয়ে থামে।

বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৩ সাল অবধি সুদের হার না বাড়ানোর আশ্বাস দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার সে দেশে সরকারি ঋণপত্রে
ইল্ড’ গত ১৪ মাসের শিখরে পৌঁছে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের অভিমুখ সূচকে এই বৃদ্ধি গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বের পুঁজিবাজারে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার-সহ টানা ৫ দিন নিম্নমুখী ছিল মুম্বই শেয়ার বাজার।

সুদের হার বাড়লে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা যায় শেয়ার বাজারে। গত কয়েকদিন ধরে সেটাই দেখা যাচ্ছিল মুম্বই শেয়ার বাজারে। এর উপর কোভিড সংক্রমণের সেকেন্ড ওয়েভ আরও ভয় ধরিয়েছে বিনিয়োগকারীদের মনে। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির ফলে বাজারে আসা কোভিড টিকাগুলি কতটা কার্যকরী তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন থেকে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছিল। সপ্তাহের শেষদিনে অবশ্য সেই গ্রহণ থেকে মুক্তির ইঙ্গিত মিলেছে।

বিজনেসজার্নাল/ঢাকা/এসআই

আরও পড়ুন: 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আবারও ঊর্ধ্বমুখী ভারতের পুঁজিবাজার

আপডেট: ০১:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১

মার্কিন প্রভাবকে দূরে সরিয়ে সপ্তাহের শেষ দিনে ঘুরে দাঁড়াল মুম্বই শেয়ার বাজার। শুক্রবার সারাদিন চূড়ান্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে চললেও বাজার বন্ধ হওয়ার সময় বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ কোনওরকমে গ্রিন জোনে থেমেছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স বৃদ্ধি পেয়েছে ৬৪১ পয়েন্ট। ফলে দিনের শেষে সূচক ছিল ৪৯,৮৫৮ পয়েন্ট। অন্যদিকে, নিফটি সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৪,৭৪৪ পয়েন্ট।

এদিন, NTPC, HUL এবং Reliance Industries-এর শেয়ারের দর সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, Tech Mahindra এবং Larsen & Toubro-র শেয়ারের দরে ধস নেমেছিল। ক্ষেত্রগত সূচকের মধ্যে একমাত্র নিফটি রিয়ালিটি বাজার বন্ধ হওয়ার সময় ছিল রেড জোনে। আর নিফটি এফএমসিজি এবং নিফটি মেটাল সূচক লাভবান হয়েছে সবথেকে বেশি।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

এদিন চূড়ান্ত অস্থিরতার সাক্ষী থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বাজার বন্ধ হওয়ার সময় সূচক যেখানে দাঁড়িয়ে ছিল দিনের এক সময় সেখান থেকে১,২৭০ পয়েন্ট নীচে নেমে গিয়েছিল সেনসেক্স। অন্যদিকে, নিফটিও অনেকটা নীচে নেমে যায়। সেখান থেকে ফের ঘুরে দাঁড়াতে শুরু করে সূচক। এদিন লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়ে দিনের শেষে তা গ্রিন জোনে গিয়ে থামে।

বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২৩ সাল অবধি সুদের হার না বাড়ানোর আশ্বাস দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার সে দেশে সরকারি ঋণপত্রে
ইল্ড’ গত ১৪ মাসের শিখরে পৌঁছে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের অভিমুখ সূচকে এই বৃদ্ধি গত কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বের পুঁজিবাজারে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার-সহ টানা ৫ দিন নিম্নমুখী ছিল মুম্বই শেয়ার বাজার।

সুদের হার বাড়লে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা যায় শেয়ার বাজারে। গত কয়েকদিন ধরে সেটাই দেখা যাচ্ছিল মুম্বই শেয়ার বাজারে। এর উপর কোভিড সংক্রমণের সেকেন্ড ওয়েভ আরও ভয় ধরিয়েছে বিনিয়োগকারীদের মনে। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধির ফলে বাজারে আসা কোভিড টিকাগুলি কতটা কার্যকরী তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন থেকে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছিল। সপ্তাহের শেষদিনে অবশ্য সেই গ্রহণ থেকে মুক্তির ইঙ্গিত মিলেছে।

বিজনেসজার্নাল/ঢাকা/এসআই

আরও পড়ুন: