০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আমি এখন খাঁটি সিঙ্গেল: শবনম ফারিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

বিচ্ছেদের পর নেটিজেনদের কটু আক্রমণ থেকে রক্ষা পেতে ফেসবুককে সাময়িক বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ফিরেছেন সামাজিক যোগাযোগের এ মাধ্যমে। বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফিরেছেন ফারিয়া।

সোমবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না??? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী!!! প্লিজ কেউ কিছু একটা করেন !!! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা..।’

ফারিয়ার স্ট্যাটাসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে।’ তার নীচে ফারিয়া উত্তর দিয়েছেন, ‘না না, তুমি ধানমন্ডি থাকো!!! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!!! এমন কইরো না আমার সাথে!’

ফারিয়ার এ প্রতিউত্তর হাস্যরস তৈরি করেছে নেটিজেনদের মাঝে। শতাধিক ‘হা হা’ রিয়েক্ট পড়েছে কমেন্টসটিতে।

ফারিয়ার ফেসবুক ডিঅ্যাকটিভ করার ঘটনা এবারই প্রথম নয়। ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডে প্রতিযোগিদের সঙ্গে বিরূপ আচরণ করায় সেবারও সোশ্যাল দুনিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তখনও বেশ কিছুদিন ফেসবুক থেকে বিচ্ছিন্ন ছিলেন ফারিয়া। 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আমি এখন খাঁটি সিঙ্গেল: শবনম ফারিয়া

আপডেট: ০২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

বিচ্ছেদের পর নেটিজেনদের কটু আক্রমণ থেকে রক্ষা পেতে ফেসবুককে সাময়িক বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ফিরেছেন সামাজিক যোগাযোগের এ মাধ্যমে। বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফিরেছেন ফারিয়া।

সোমবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না??? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী!!! প্লিজ কেউ কিছু একটা করেন !!! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা..।’

ফারিয়ার স্ট্যাটাসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে।’ তার নীচে ফারিয়া উত্তর দিয়েছেন, ‘না না, তুমি ধানমন্ডি থাকো!!! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!!! এমন কইরো না আমার সাথে!’

ফারিয়ার এ প্রতিউত্তর হাস্যরস তৈরি করেছে নেটিজেনদের মাঝে। শতাধিক ‘হা হা’ রিয়েক্ট পড়েছে কমেন্টসটিতে।

ফারিয়ার ফেসবুক ডিঅ্যাকটিভ করার ঘটনা এবারই প্রথম নয়। ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডে প্রতিযোগিদের সঙ্গে বিরূপ আচরণ করায় সেবারও সোশ্যাল দুনিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তখনও বেশ কিছুদিন ফেসবুক থেকে বিচ্ছিন্ন ছিলেন ফারিয়া।