আর্জেন্টিনা জিতলে মিষ্টি খাওয়াবে হিরো আলম

- আপডেট: ০৬:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ১০৪৮৫ বার দেখা হয়েছে
হিরো আলম বলেন, ‘আমার দল যদি আজ রাতে বিশ্বকাপ জিতে তাহলে আমার অফিসে কাল সকাল থেকে সারাদিন মিষ্টি খাওয়াব। যে কেউ আসলে তাকে আমি মিষ্টি মুখ করাব।’ হিরো আলম আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, ‘আমার ফুটবল খেলা খুব প্রিয়। সময় পেলে আগে বগুড়ায় ফুটবল খেলেছি। এইবার বিশ্বকাপ খেলা উপলক্ষে আমি দুটি গান প্রকাশ করেছি, যা অনেক সাড়া ফেলেছে। আমার ইচ্ছে আছে সামনে আরও বড় পরিসরে ফুটবল খেলার জন্য কোনো কিছু করার। তবে এই মুহূর্তে তা বলতে চাইছি না।
কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ফিফা বিশ্বকাপের এবারের আসর। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স।
আরও পড়ুন: বিশ্বকাপে যে দলের জন্য শুভ কামনা করলেন শাকিব
কে নেবে এবারের বিশ্বকাপ? এমন প্রশ্ন এখন বিশ্বব্যাপী কোটি ফুটবলপ্রেমীর মনে। ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। এ দেশের দর্শকদেরও উন্মাদনার অন্ত নেই।
ঢাকা/টিএ