মিথ্যা তথ্য-অনিয়মের অভিযোগ
আলফা ইসলামি লাইফকে ৭ লাখ টাকা জরিমানা

- আপডেট: ০৮:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও নানা অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সকে ৭ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা আইন ২০১০ এর ১৩০ ও ১৩১ ধারা অনুসারে এই জরিমানা করা হয়েছে।
জরিমানা ও সতর্ক সংক্রান্ত একটি চিঠি গত সোমবার (২৭ জানুয়ারি) আইডিআরএ থেকে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর পাঠানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চিঠিতে বলা হয়েছে, বীমা দাবি পরিশোধের বিষয়ে এই জীবন বীমা কোম্পানিটির রেজিস্টারে এক রকম তথ্য এবং বার্ষিক প্রতিবেদনে রয়েছে অন্য রকম তথ্য। এছাড়াও আরও নানান অনিয়মের আশ্রয় নিয়েছে কোম্পানিটি করেছে। একই সঙ্গে আরও দুটি অনিয়মের কারণে বীমা কোম্পানিটিকে সতর্ক করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা।
জরিমানার অর্থ আগামী ১০ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে আইডিআরএ বরাবর পাঠানোর নির্দেশ দিয়ে চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য গত বছরের ২৪ জানুয়ারি আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে আইডিআরএর এক তদন্ত দল।
বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানিটির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবি পলিসি সংখ্যা ৪৬টি। যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ৫৬ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা।
তবে বীমা কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ ২৭ লাখ ২৯ হাজার ৪১৬ টাকা। এ ক্ষেত্রে মৃত্যুদাবি রেজিস্টারের সঙ্গে বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত টাকার মধ্যে ২৮ লাখ ৯৪ হাজার ৪০০ টাকার গরমিল পরিলক্ষিত হয়।
ফলে আলফা ইসলামি লাইফের দাখিল করা বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে বীমা আইন ২০১০ এর ধারা ১৩১ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে, উল্লেখ করা হয়েছে চিঠিতে।
অপরদিকে ২০২১ সালের ইস্যু করা ১০৬টি পলিসি ও ২০২২ সালের ইস্যু করা ৬৭টি পলিসির ক্ষেত্রে পলিসি গ্রহণের ২ বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পণ দাবি বা প্রত্যর্পণ মূল্য বাবদ মোট ৩ কোটি ২৯ লাখ ৫ হাজার ৬৭২ টাকা পরিশোধ করেছে আলফা ইসলামি লাইফ। কিন্তু বীমা আইন ২০১০ এর ধারা ৮৮ ও ৮৯ ধারা মোতাবেক লাইফ বীমা পলিসি ২ বছরের কম বলবৎ থাকলে তার প্রত্যর্পণ মূল্য অর্জন করবে।
এক্ষেত্রে কোম্পানিটি বীমা আইন, ২০১০ এর ধারা ৮৮ এর নির্দেশ পরিপালনে ব্যর্থ হওয়ায় আইডিআরএ এই আইনের ১৩০ ধারা মোতাবেক আইলা লাইফকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, আলফা ইসলামি লাইফের ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের তামাদি পলিসির হার যথাক্রমে ১৪ শতাংশ, ৮৫ শতাংশ, ৭৭ শতাংশ এবং ৬০ শতাংশ। যা অত্যাধিক তামাদি পলিসি বলে ধরা হয়। অত্যাধিক তামাদি পলিসি বীমা শিল্পের জন্য ক্ষতিকর বিধায় কোম্পানিটিকে ভবিষ্যতে ইস্যু করা পলিসি তামাদির হার কমিয়ে আনতে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার নির্ধারণ
এছাড়া বীমাকারীর (কোম্পানি) রেজিস্টার (পলিসি ও দাবি) সংরক্ষণ প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধি ৩ অনুসারে লাইফ বীমা পলিসি (মৃত্যুদাবি, সমর্পণ দাবি, পরিশোধিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি) সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করার বিধান থাকলেও আলফা ইসলামি লাইফ যথাযথ নিয়মে রেজিস্টার সংরক্ষণ করছে না। এই অবস্থায় রেজিস্টার যথাযথ লিপিবদ্ধ ও সংরক্ষণের জন্য কোম্পানিটিকে নির্দেশনা দিয়েছে আইডিআরএ। ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা/টিএ