আল মদিনা ফার্মার শেয়ার বরাদ্দ

- আপডেট: ১২:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১০৪৭৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য আল মদিনা ফার্মাসিউটিক্যালস’র শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়েছে। স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এসব শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ মে) শেয়ার বরাদ্দ অনুষ্ঠান ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ৫ কোটি টাকার বিপরীতে ২৪৯ কোটি ৮২ লাখ টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৯.৯৬ গুণ বেশি। প্রতি ২,০০,০০০ টাকা আবেদনের বিপরীতে যোগ্য বিনিয়োগকারীরা ৪০০টি শেয়ার বরাদ্দ পায়।
উল্লেখ্য যে, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সাবসক্রিপশন পিরিয়ড ছিল ৭-১১ মে।
আরও পড়ুন: ইউনিলিভারের ৩০০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন, পরিচালক মো.কামরুল আলম, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর এসইভিপি ও সিওও খন্দকার রায়হান আলী, এফসিএসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরবর্তীতে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড মো. রবিউল ইসলাম প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা/টিএ