এই ক্রিভি রিহ শহরেই জেলেনস্কির জন্ম। গতকাল মধ্যরাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘যারা যুদ্ধ করছে, তাদের তোমরা দুর্বল করছ।’ তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গিয়ে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করছে।’
ক্রিভি রিহ শহরে গতকালের ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখনো দেশটির এক-পঞ্চমাংশ রাশিয়ার সেনাদের দখলে রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাঁর দেশের সেনারা চলতি সেপ্টেম্বর মাসেই রাশিয়ার সেনাদের দখলে নেওয়া অঞ্চল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন।
গত মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, বিমান, ক্ষেপণাস্ত্র হামলাসহ সব দিক থেকেই রাশিয়ার সেনারা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দোনেৎস্কের পূর্বাঞ্চলে স্লোভিয়ানাস্ক ও কনস্টানটিনোভকা শহরে ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে।
আরো পড়ুন: নতুন নতুন এলাকা পুনরুদ্ধার করছে ইউক্রেন
ঢাকা/এসএ