ইউনিলিভারের বাজার মূলধন বেড়েছে ৭১৫ কোটি টাকা

- আপডেট: ০৬:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম শীর্ষ মূলধনী কোম্পানি ইউনিলিভার কনিজিউমার কেয়ার লিমিটেডের বাজার মূলধন বেড়েছে প্রায় ৭১৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ইউনিলিভার কনিজিউমারের ক্লোজিং দর ছিল ২১৪৯.১০ টাকা। সেই হিসাবে আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মুলধন ছিল ২ হাজার ৫৮৮ কোটি ৯০ হাজার ২৩ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭৪২.৬০ টাকায়। সেই হিসাবে বিদায়ী সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িযেছে ৩ হাজার ৩০৩ কোটি ৮৫ হাজার ৯১ হাজার টাকায়।
এতে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৭১৪ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার টাকা।
উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।