ইতিহাস গড়ল সৌদির নারী ফুটবল দল

- আপডেট: ১১:২২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৫৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রথমবারের মতো নিজ দেশে ফুটবল খেলে ইতিহাস গড়লেন সৌদি আরবের নারীরা। গত বছরের অক্টোবরে গড়া দলটি শনিবার প্রথমবারের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামে। খবর আরব নিউজের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সৌদির আভা শহরে সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে সৌদি-ভুটানের মধ্যে শনিবার এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে ইতিহাস গড়া এ ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। নিজ দেশে প্রথমবার খেললেও দেশের বাইরে আগে আরও দুবার খেলেছেন সৌদির নারী ফুটবলাররা।
এ হিসাবে শনিবার ভুটানের বিপক্ষে সৌদি নারী ফুটবল দলের ম্যাচটি ছিল তাদের তৃতীয় ম্যাচ। ভুটানের বিপক্ষে আগামী ২৮ সেপ্টেম্বরও আরেকটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন সৌদি নারীরা। ওই ম্যাচটি হবে তাদের ৪র্থ ম্যাচ।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
ঢাকা/এসএ