১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ইভিএমে ত্রুটি, দেড় ঘণ্টা বেশি চলে ভোটগ্রহণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ১০৩৭৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা বেশি সময় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ নভেম্বর) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮টা থেকে বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইভিএম মেশিনে। এছাড়াও অনেকের আঙুলের ছাপ না মেলায় বোট গ্রহণে বিলম্ব হয়। ফলে বিকেল ৪টায় সব কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হলেও ওই কেন্দ্রে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল আখতার জানান, এ কেন্দ্রের ভোটার তিন হাজার ১৮১ জন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ চলে।

তরিকুল ইসলাম নামের এক ভোটার জানান, ফিঙ্গার না মেলায় দুর্ভোগে পড়েন ভোটাররা। যার কারণে সন্ধ্যা পর্যন্ত ভোট নিতে হচ্ছে। বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন: খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিসুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নিয়ম আছে। তবে ভোট কেন্দ্রের সীমানার মধ্যে ঢুকে পড়লে অবশিষ্ট ভোটারদের ভোটগ্রহণ করতে হবে। তাই সেখানে ভোট করা হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু আহমেদ নজমুল কবির মুক্তা (নৌকা), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু (মোটরসাইকেল) ও শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম আজম (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ইভিএমে ত্রুটি, দেড় ঘণ্টা বেশি চলে ভোটগ্রহণ

আপডেট: ০৬:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা বেশি সময় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ নভেম্বর) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮টা থেকে বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ইভিএম মেশিনে। এছাড়াও অনেকের আঙুলের ছাপ না মেলায় বোট গ্রহণে বিলম্ব হয়। ফলে বিকেল ৪টায় সব কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হলেও ওই কেন্দ্রে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল আখতার জানান, এ কেন্দ্রের ভোটার তিন হাজার ১৮১ জন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ চলে।

তরিকুল ইসলাম নামের এক ভোটার জানান, ফিঙ্গার না মেলায় দুর্ভোগে পড়েন ভোটাররা। যার কারণে সন্ধ্যা পর্যন্ত ভোট নিতে হচ্ছে। বারোরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন: খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে: সিইসি

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিসুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নিয়ম আছে। তবে ভোট কেন্দ্রের সীমানার মধ্যে ঢুকে পড়লে অবশিষ্ট ভোটারদের ভোটগ্রহণ করতে হবে। তাই সেখানে ভোট করা হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু আহমেদ নজমুল কবির মুক্তা (নৌকা), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু (মোটরসাইকেল) ও শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর গোলাম আজম (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকা/টিএ