০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ইরফান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / ১০৪৩৯ বার দেখা হয়েছে

বলিউডের সুপারস্টার ইরফান খানের মৃত্যুতে ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে বুধবার সকালে মারা যান এই অভিনেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইরফান খানের মৃত্যু সারা দুনিয়ার চলচ্চিত্র ও নাট্য জগতের ক্ষতি। ওকে সারা বিশ্ব মনে রাখবে অত্যন্ত প্রতিভাশালী এক অভিনেতা হিসেবে, যার সর্বত্র অবাধ যাতায়াত ছিল। ওর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রখ্যাত অভিনেতা ইরফান খানের প্রয়াণে শোকাহত। ওর অসাধারণ সব কাজ আগামী প্রজন্মের কাছে লেগাসি হয়ে থেকে যাবে। কয়েক বছর আগে কলকাতায় এসে ও আমার সঙ্গে দেখা করেছিল মনে পড়ে যাচ্ছে। ওর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

বুধবারই বিকেল ৩টা নাগাদ ইরফান খানের দাফন হয়েছে। তাকে কবর দেওয়া হয় ভার্সোভার কবরস্থানে। উপস্থিত ছিলেন পরিবার, নিকটাত্মীয় এবং বন্ধুরা।

বিজে//

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ইরফান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

বলিউডের সুপারস্টার ইরফান খানের মৃত্যুতে ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে বুধবার সকালে মারা যান এই অভিনেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইরফান খানের মৃত্যু সারা দুনিয়ার চলচ্চিত্র ও নাট্য জগতের ক্ষতি। ওকে সারা বিশ্ব মনে রাখবে অত্যন্ত প্রতিভাশালী এক অভিনেতা হিসেবে, যার সর্বত্র অবাধ যাতায়াত ছিল। ওর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রখ্যাত অভিনেতা ইরফান খানের প্রয়াণে শোকাহত। ওর অসাধারণ সব কাজ আগামী প্রজন্মের কাছে লেগাসি হয়ে থেকে যাবে। কয়েক বছর আগে কলকাতায় এসে ও আমার সঙ্গে দেখা করেছিল মনে পড়ে যাচ্ছে। ওর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

বুধবারই বিকেল ৩টা নাগাদ ইরফান খানের দাফন হয়েছে। তাকে কবর দেওয়া হয় ভার্সোভার কবরস্থানে। উপস্থিত ছিলেন পরিবার, নিকটাত্মীয় এবং বন্ধুরা।

বিজে//