ইরানে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে হত্যা

- আপডেট: ০৫:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
- / ১০৬০৪ বার দেখা হয়েছে
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর চার সদস্যকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। হত্যার পর প্রতিবেশী পাকিস্তানে পালিয়ে গেছে সন্দেহভাজন খুনিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
আইআরএনএ জানিয়েছে, সোমবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান এলাকায় এই ঘটনা ঘটে। এটি এমন একটি অঞ্চল যেখানে নিরাপত্তা বাহিনী প্রায়ই মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জন বাসিজের সদস্য। এই বাসিজ মূলত বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি মিলিশিয়া বাহিনী। কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের সময় এই বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করেছিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সরকার গঠনে ৭ দিন সময় দিলেন নেপালের প্রেসিডেন্ট
সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি ইরানের বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল। শিয়া অধ্যুষিত দেশটিতে এই সম্প্রদায়ের মানুষ মূলত সুন্নি ইসলামে বিশ্বাসী। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের অভিযোগ রয়েছে।
জইশ আল আদল নামে একটি বেলুচি সশস্ত্র গোষ্ঠী এর আগেও ওই এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, গোষ্ঠীটি পাকিস্তানের নিরাপদ আশ্রয়স্থল থেকে কাজ করে।
ঢাকা/এসএ