০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইলেকট্রিক ডিভাইসে অপবিত্র কিছু লাগলে কী করবেন?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ১০৪১০ বার দেখা হয়েছে

যে সকল জিনিস পানি দিয়ে ধোয়া যায় না, এতে অপবিত্র কিছু লাগলে তা কীভাবে পবিত্র করতে হবে। যেমন- ইলেক্ট্রনিক সামগ্রী, ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদি?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—

ইলেক্ট্রনিক সামগ্রী, ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদিতে যদি পানি ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে পবিত্র ভিজা কাপড় দিয়ে অপবিত্র জিনিসটি ভালো করে মুছে পরিস্কার করে নিতে হবে। এভাবে পরিস্কার করে নিলে তা পবিত্র হয়ে যাবে।

তবে যে অংশগুলো ধোয়া সম্ভব তা ধৌত করতে হবে। অন্যথায় পবিত্র হবে না। যেমন ওয়াটারপ্রুফ ঘড়ি, মোবাইল ধোয়া সম্ভব। মোবাইলের ব্যাটারী খুলে তার অনেকাংশ ধোয়া সম্ভব। অনেক ইলেক্ট্রনিক সামগ্রী আছে যা ধোয়া  সম্ভব। এসব জিনিস না ধুয়ে শুধু মুছে ফেললে পবিত্র হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৬৩)

আরও পড়ুন: পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যেসব আমল করতে পারেন

অপবিত্র কাপড় পবিত্র করার পদ্ধতি

পবিত্রকরণের দিক দিয়ে অপবিত্র দুই প্রকার। যথা- (ক) দৃশ্যমান নাপাক। (খ) অদৃশ্যমান নাপাক।

(ক) কাপড়ে দৃশ্যমান নাপাক লাগলে, সেই নাপাকিকে দূর করে দিলেই— কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে নাপাকি দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই। যতবার ধৌত করলে— নাপাকি দূর হবে, ততবারই ধৌত করতে হবে। যদি একবার ধৌত করলে তা চলে যায়, তবে একবারই ধৌত করতে হবে।

(খ) কাপড়ে  অদৃশ্যমান নাপাকি লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে— তিনবারই নিংড়াতে হবে। শেষবার একটু শক্তভাবে নিংড়াতে হবে, যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাইর না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া : ২/৫৭৪; জামিউল ফাতাওয়া : ৫/১৬৭)

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইলেকট্রিক ডিভাইসে অপবিত্র কিছু লাগলে কী করবেন?

আপডেট: ১২:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

যে সকল জিনিস পানি দিয়ে ধোয়া যায় না, এতে অপবিত্র কিছু লাগলে তা কীভাবে পবিত্র করতে হবে। যেমন- ইলেক্ট্রনিক সামগ্রী, ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদি?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—

ইলেক্ট্রনিক সামগ্রী, ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদিতে যদি পানি ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে পবিত্র ভিজা কাপড় দিয়ে অপবিত্র জিনিসটি ভালো করে মুছে পরিস্কার করে নিতে হবে। এভাবে পরিস্কার করে নিলে তা পবিত্র হয়ে যাবে।

তবে যে অংশগুলো ধোয়া সম্ভব তা ধৌত করতে হবে। অন্যথায় পবিত্র হবে না। যেমন ওয়াটারপ্রুফ ঘড়ি, মোবাইল ধোয়া সম্ভব। মোবাইলের ব্যাটারী খুলে তার অনেকাংশ ধোয়া সম্ভব। অনেক ইলেক্ট্রনিক সামগ্রী আছে যা ধোয়া  সম্ভব। এসব জিনিস না ধুয়ে শুধু মুছে ফেললে পবিত্র হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৬৩)

আরও পড়ুন: পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যেসব আমল করতে পারেন

অপবিত্র কাপড় পবিত্র করার পদ্ধতি

পবিত্রকরণের দিক দিয়ে অপবিত্র দুই প্রকার। যথা- (ক) দৃশ্যমান নাপাক। (খ) অদৃশ্যমান নাপাক।

(ক) কাপড়ে দৃশ্যমান নাপাক লাগলে, সেই নাপাকিকে দূর করে দিলেই— কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে নাপাকি দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই। যতবার ধৌত করলে— নাপাকি দূর হবে, ততবারই ধৌত করতে হবে। যদি একবার ধৌত করলে তা চলে যায়, তবে একবারই ধৌত করতে হবে।

(খ) কাপড়ে  অদৃশ্যমান নাপাকি লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে— তিনবারই নিংড়াতে হবে। শেষবার একটু শক্তভাবে নিংড়াতে হবে, যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাইর না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া : ২/৫৭৪; জামিউল ফাতাওয়া : ৫/১৬৭)

ঢাকা/এসএইচ